উঠান বৈঠক- মুক্ত আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমঃ তথ্যকেন্দ্রের মাধ্যমে তথ্যসেবা প্রদানের পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য উঠান বৈঠক আয়োজন করে গ্রামীণ তৃণমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে হচ্ছে। প্রতিটি উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ মহিলা অংশগ্রহণ করেন। মাসে প্রতিটি তথ্যকেন্দ্রে ২টি করে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন: স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবাসমূহের নানাদিক (ই-মেইল, ভিডিও কনফারেন্স) সম্পর্কে অবহিত করা হচ্ছে।
তথ্যকেন্দ্রে কর্মরত তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীগণ উঠান বৈঠকে উপস্থিত গ্রামীণ মহিলাদেরকে উঠান বৈঠকস্থলেই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সেবাপ্রাপ্তির পদ্ধতি সরাসরি প্রদর্শন করেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা তথ্যপ্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, কৃষি ইত্যাদি বিষয়ে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে মুক্ত আলোচনা করেন। এছাড়া স্থানীয় নারী উদ্যোক্তা, নারী আইনজ্ঞ, সমাজসেবী, সমাজের নেতৃত্বদানকারী মহিলারাও বিভিন্ন সামাজিক সমস্যা যেমন: বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ, পারিবারিক সহিংসতা এবং নারীনীতি সম্পর্কে মুক্ত আলোচনা করে থাকেন।প্রশিক্ষণঃ প্রকল্পের আওতায় ৪৯০ টি তথ্যকেন্দ্রের জন্য ৪৯০ জন তথ্যসেবা কর্মকর্তা এবং ৯৮০ জন তথ্যসেবা সহকারী নিয়োগ করা হয়েছে। শুধুমাত্র মহিলা প্রার্থীদের এ পদে নিয়োগ করা হয়েছে। প্রকল্প এলাকায় এরাই তথ্যআপা হিসেবে পরিচিত। প্রথম সংশোধনের ফলে বৃদ্ধিপ্রাপ্ত ০২ টি তথ্যকেন্দ্রের জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তা এবং তথ্যসেবা সহকারীগণ যাতে অত্যন্ত দক্ষতার সাথে মাঠপর্যায়ে তথ্যসেবা প্রদান করতে পারেন সে লক্ষ্যে আইসিটি, প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি বিধি বিধান, হিসাব রক্ষণ, বাজেট নিয়ন্ত্রণ, অফিস ব্যবস্থাপনা ও জেন্ডার ইস্যু ইত্যাদি বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং নারী অধিকার সংক্রান্ত আইন ও নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপরন্তু তথ্যআপা প্রকল্পের তৃতীয় লক্ষ্য তথ্যকেন্দ্র হতে ই-কমার্স সহায়তা প্রদান বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের আওতায় নির্মিত লালসবুজ ডটকম নামক ই-কমার্স প্ল্যাটফর্মে গ্রামীণ নারী উদ্যোক্তাদের নিবন্ধন এবং তাদের পণ্য আপলোডকরণসহ ই-কমার্স বিষয়ক সার্বিক সহায়তা প্রদানের নিমিত্ত সকল তথ্যআপাদেরকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া, মার্কেটপ্লেস এবং মোবাইল এ্যাপে উদ্যোক্তাদের নিবন্ধন এবং পণ্য আপলোডকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের জন্য দিনব্যাপি ব্যবহারভিত্তিক ইন্টারএ্যাকটিভ সেশনের আয়োজন ছাড়াও তাদের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণের ( TOT) আয়োজন করা হয়েছে। উপরন্তু, প্রকল্পের আওতায় গঠিত সেল্ফহেল্প গ্রুপের নির্বাচিত ২০ টি জেলা সদরের ২০০ জন সদস্যকে অনলাইনভিত্তিক ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অধিকন্তু, সারাদেশের সকল উপজেলায় স্থানীয় উদ্যমী নারীদের মধ্য হতে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী এরূপ ০৫ জন সদস্যকে নিয়ে গঠিত MINA (Mind Inspired to National Achievement) দলের সদস্যদেরকে ০৩ দিনব্যাপি অনলাইনভিত্তিক ই-কমার্স প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া, অনলাইনের মাধ্যমে প্রকল্পের প্রধান কার্যালয়ের ৭ জন ও জাতীয় মহিলা সংস্থার ৭ জন মোট ১৪ জন কে ৭ দিনব্যাপি ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।